You are currently viewing বিটিএসকে কোরিয়ান হিজড়া ডাকার রহস্য

বিটিএসকে কোরিয়ান হিজড়া ডাকার রহস্য

বিটিএসকে কোরিয়ান হিজড়া ডাকার রহস্য – The secret behind calling BTS Korean transgenders

বাংলাদেশে কোরিয়ান সংস্কৃতির জনপ্রিয়তা আকাশচুম্বী! ভাষা এবং সংসস্কৃতি ভিন্ন হলেও তথ্য প্রযুক্তির এই যুগে ইন্টারনেট এবং সেটেলাইটের কল্যাণে কোরিয়ান ভাষা এবং সংস্কৃতিও বিকশিত হয়েছে আমাদের বাংলাদেশে। বর্তমান প্রজন্মের নিকট কোরিয়ান পপ গানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে! তার মধ্যে বিটিএস অন্যতম। বিটিএস নিয়ে বাংলাদেশের নতুন প্রজন্মে কাছে তুমুল গুঞ্জন লক্ষ্য করা যায়

বিটিএস BTS কী?

বিটিএস BTS এর ফুল ফর্ম হচ্ছে Bangtan Boys অর্থাৎ ব্যাংটান বয়েজ। বিটিএস ২০১০ সালে ব্যাংসি-হিউক এর সিও CEO একটা গ্রুপ তৈরি করেন। যার নাম কিম নাম জু। তিনি সিউলের সঙ্গীত তারকা হিসেবে সুপরিচিত ছিলেন। সময়ের সাথে সাথে তার অ্যালবাম বিক্রি কমে যাওয়ার কারণে তার পরিকল্পনা পরিবর্তন করেন।

বিটিএসকে কোরিয়ান হিজড়া ডাকার রহস্য – The secret behind calling BTS Korean transgenders

তিনি সম্পূর্ণ নতুন করে একটি দল ব্যান্ড সাজানোর পরিকল্পনা করেন। যেখানে দলের প্রতিটি দলের আলাদা ব্যাক্তিত্বের প্রকাশ পাবে এবং ব্যাক্তিগতভাবে স্বাধীন চেতনায় এগিয়ে যাবে। প্রাথমিক অবস্থাই দলটি প্রচুর সময় এবং শ্রম দিতে হয়েছে! দলটির প্রধান সদস্য কিম নেম জু এক প্রতিবেদনে জানান যে তারা প্রাথমিক অবস্থায় দিনে ১৫ ঘন্টা সময় পারফরম্যান্স করতে হয়েছে! তারা সব সময় এক সাথে থাকতে হয়েছে। ২০১৩ সালে এক স্থানীয় কন্সার্টে তাদের পারফরম্যান্স প্রদর্শিত করেন! সেখান থেকে বিটিএস দলটির জনপ্রিয়তা শুরু হয়! ধীরে ধীরে সেই জনপ্রিয়তা কোরিয়ার দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাহিরে বৃদ্ধি পেতে থাকে

বাংলাদেশে বিটিএস এর জনপ্রিয়তা লক্ষ্য করা যায়! সংখ্যা অনুপাতে বাংলাদেশের তরুণী মেয়েরা তাদেরকে অনুসরণ করতে দেখা যায়। তরুণ ছেলেদের কিছু অংশ বিটিএসকে অনুসরণ করতে দেখা যায়।

বিটিএসকে কোরিয়ান হিজড়া কেন ডাকে ?

বিটিএস এর জনপ্রিয়তার পাশাপাশি তাদের হেটার্স সংখাও কম নয়। ছেলের বিশাল একটা অংশ বিটিএস দলকে উপহাসের চোখে দেখে। তাদের মতে বিটিএস দলটি তাদের মূল বৈশিষ্ট্য থেকে সরে ভিন্ন অঙ্গভঙ্গিতে কনভার্ট হচ্ছে! যা দেখতে অনেকটা তৃতীয় লিঙ্গ বা হিজড়া সমতুল্য।

মজার বিষয় এই যে বিটিএসকে বাংলাদেশের বিশাল অংশ কোরিয়ান হিজড়া বলে সম্মোধন করে। সাধারণত কোন ছেলে মেয়েদের অঙ্গভঙ্গিতে কথা বার্তা বললে হিজড়া, হিজরা বা হিজলা বলে ডাকার বিষয় লক্ষ্য করা যায় বাংলাদেশে। বিটিএস এর অঙ্গভঙ্গি, চালচলন, নাচ এবং গান সবই হিজড়ার মতো তাই তাদেরকে বাংলাদেশের অধিকাংশ ছেলেরা কোরিয়ান হিজড়া বলে উপহাস করে।

Leave a Reply