কোরিয়ান যুক্ত স্বরবর্ণ, যুক্ত ব্যঞ্জণবর্ণ এবং বাচ্ছিম

কোরিয়ান যুক্ত স্বরবর্ণ

  কোরিয়ান যুক্ত স্বরবর্ণ মূলত ৪ টি

ㅔ- এㅖ- ইয়ে
ㅐ- এㅒ- ইয়ে

কোরিয়ান সংক্ষিপ্ত স্বরবর্ণ ‍

ㅗ+ㅏ- ও+আㅘ-ওয়া
ㅜ+ㅣ-উ+ইㅟ- উই
ㅗ+ㅓ-ও+অㅗㅓ- ওয়
ㅡ+ㅣ- ঊ+ইㅢ- ঊই
ㅗ+ㅔ-ও+এㅗㅔ- ওয়ে
ㅜ+ㅐ- উ+এㅜㅐ-উয়ে

কোরিয়ান যুক্ত স্বরবর্ণ লিখার নিয়ম

কোরিয়ান যুক্ত ব্যঞ্জনবর্ণ

ㄱ+ㄱㄲ- ক
ㄷ+ㄷㄸ- ত
ㅂ+ㅂㅃ- প
ㅅ+ㅅㅆ- শ
ㅈ+ㅈㅉ- চ

বাতছিম

বাতছিম কাকে বলে?

স্বরবর্ণ এবং ব্যাঞ্জনবর্ণ এর সমন্বয়ে গঠিত শব্দের নিচে যদি কোন ব্যাঞ্জনবর্ণ দেখা যায় তবে তাকে বাতছিম বলে

যেমন

받침

এখানে ㅂ এবং ㅊ হলো ব্যাঞ্জনবর্ণ,

ㅏ এবং ㅣস্বরবর্ণ

ㄷএবংㅁ হলো বাতছিম

  বাতছিম উচ্চারণ ব্যাঞ্জণবর্ণ এর শেষের অক্ষরের হয়

বাতছিম  

বাতছিমের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে সেই বাতছিম স্বরবর্ণের স্থান দখল করে এবং তখন আর বাতছিমের উচ্চারণ হবে না স্বাভাবিক উচ্চারণ হবে যেমন

বাতছিম ও স্বরবর্ণ    

Leave a Reply